বন্যার্তদের জন্য হেলথ ক্যাম্প করব। কিন্তু, টিশার্ট বানানোর জন্য সময় আছে হাতে মাত্র দেড় দিন। এত অল্প সময়ে কেউ অর্ডার নিবে না। যারা নিতে চাইল তারাও অর্ডারে এমাউন্ট কমের জন্য ফিরিয়ে দিল। এবং প্রচুর কস্টিং চাইল। তখন এই পেইজের রিকমেন্ডেশান পাই। আলহামদুলিল্লাহ্ এই অল্প সময়ের মধ্যেই তারা কাজটা করে দিয়েছে। এবং কোয়ালিটিও এন্সিউর করেছে। টিশার্টের কোয়ালিটি এবং প্রিন্টিং দুইটাই অসাধারণ। আর, সাপোর্ট সেন্টারও চমৎকার। আমার মনে হয়েছে এরা বিশ্বস্ত এবং প্রফেশনাল। এভাবে চললে অনেক দূর যাবে ইনশা আল্লাহ।
- Home
- Testimonials
- Sayed Al Monsur Inam